+1 (555) 123-4567
support@bps-ecommerce.com
Free shipping on orders over 5000 BDT

Welcome to BPS

Sign in for the best experience

© 2025 BPS. All rights reserved.

Frequently Asked Questions

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন - Find answers to common questions about our services

ProductsRefundSubscriptionTrust & SafetyDeliveryB2B
Q
BPS এ কি কি প্রোডোক্ট পাওয়া যায়?
Products
A

আমাদের কাছে সকল ধরনের এডুকেশনাল এবং এন্টারটেইনমেন্ট টুলস এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন অফিশিয়াল কাম প্রিমিয়াম দামে পাওয়া যাবে। যদি কোনো প্রোডাক্টের সাবস্ক্রিপশন আপনার প্রয়োজন হয় যেটা আমাদের ওয়েবসাইটে শো করছে না, সেক্ষেত্রে আমাদেরকে কল করলে আমরা ম্যানুয়ালি কাস্টমাইজ করে আপনার হয়ে পেমেন্ট করে দিবো।

Q
রিফান্ড আছে কিনা?
Refund
A

আমাদের যেকোনো প্রোডাক্ট বা সার্ভিসে আপনি সন্তুষ্ট না হলে রিফান্ড চাইলেই আমরা লাইফটাইম রিফান্ড করে দিবো। আমাদের বিশেষত্বই হলো - গত ১০ মাসের পরিচালনায় এখন পর্যন্ত একটা সিঙ্গেল কাস্টমার ক্লেইম খুঁজে বের করতে পারবে না, যিনি আমাদের কাছে রিফান্ড চেয়েও রিফান্ড পায়নি। বিস্তারিত জানতে Refund Policy সেকশন থেকে দেখবেন।

Q
কিভাবে সাবস্ক্রিপশন নিবো?
Subscription
A

প্রোডাক্ট সেকশন থেকে আপনার পছন্দমতো প্রোডাক্ট চয়েজ করে অর্ডার করবেন। পেমেন্ট হয়ে গেলে আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়া হবে অথবা আপনি আমাদের 01621240898 হোয়াটসঅ্যাপে কল করে অর্ডারের স্ক্রিনশট দিলেই আমরা অ্যাকাউন্ট এর ডিটেইলস আপনাকে দিয়ে দিবো।

Q
আপনাদের থেকে সাবস্ক্রিপশন নেয়া নিরাপদ কি না?
Trust & Safety
A

আমাদের থেকে নিশ্চিন্তে যেকোনো প্রোডাক্টের সাবস্ক্রিপশন নিতে পারবেন। ইতিমধ্যেই বাংলাদেশ সহ দেশের অসংখ্য ভার্সিটি এবং বিদেশ থেকেও অসংখ্য অ্যালামনাই আমাদের থেকে বিভিন্ন প্রোডাক্টের সাবস্ক্রিপশন নিয়েছেন এবং প্রতিদিনই নিচ্ছেন।

Q
পেমেন্টের কতক্ষণ এর মধ্যে সাবস্ক্রিপশন পাবো?
Delivery
A

পেমেন্ট করে আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়া হবে ডিরেক্টলি অথবা আপনি আমাদের 01621240898 হোয়াটসঅ্যাপে কল করলেই আমরা ৩০ সেকেন্ডের মধ্যে রেস্পন্স করবো এবং ৫ মিনিটের মধ্যে আপনাকে অ্যাকাউন্ট ডিটেইলস দিবো। কোনো প্রোডাক্ট স্টকে না থাকলে সেটা প্রোভাইড করতে একটু সময় লাগতে পারে তবে সেটা আপনাকে অবশ্যই কল করে জানানো হবে।

Q
আপনাদের থেকে B2B আ্যাকাউন্ট নিয়ে sell করা যাবে কি না?
B2B
A

আমাদের থেকে ইতিমধ্যেই বেশ কিছু পেইজ এবং অফিস B2B প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে। আমাদের হোয়াটসঅ্যাপে কল করে জানালেই অ্যাডমিনের সাথে পার্সোনালি যোগাযোগ করিয়ে দেয়া হবে এবং নিজেদের আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করা হবে।

Still have questions?

আরও কোন প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন

Contact us on WhatsApp